Header Ads

Header ADS

HSC ICT 1st Chapter

 প্রথম অধ্যায়ঃ- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত  

প্রশ্ন:  যোগাযোগ প্রযুক্তি কী?

উত্তর: একস্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ভাবে তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তিই হচ্ছে যোগাযোগ প্রযুক্তি । অন্যভাবে বলা যায়- ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে  সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। যেমন-টেলিফোন মোবাইল, ইন্টারনেট ইত্যাদি।

প্রশ্ন:  টেলিকমিউনিকেশনস কী?

উত্তর: টেলিফোন ও মোবাইল বা সেলুলার ফোনসহ সকল ধরণের টেলিযোগাযোগ ব্যবস্থা যাতে উভমূখী ডেটা কমিউনিকেশন করে থাকে।

প্রশ্ন:  ইন্টারনেট কী?

উত্তর: ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমম্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেট কে যোগাযোগ ব্যবস্থা ও  বলা হয়।

 

প্রশ্নঃ  গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রাম কী? তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম ব্যাখ্যা কর। অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যতীত বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় ব্যাখ্যা কর ।

উত্তরঃবিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যেমে একে অপরের সেবা প্রদান করে থাকে।মার্শাল ম্যাকলুহান হচ্ছেন বিশ্বগ্রামের জনক

গ্রোবাল ভিলেজ
বিশ্বগ্রাম ধারণায় একজন ব্যক্তি খুব সহজেই বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত কোন ব্যক্তির সাথে দ্রুত যোগাযোগ করতে। এটি সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যপক ব্যবহারের মাধ্যমে। যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যপক ব্যবহারের ফলেই বিশ্ব আজ গ্রামে পরিণত হয়েছে, তাই বলা যায় তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম অথবা তথ্য  যোগাযোগ প্রযুক্তি ব্যতীত বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়  

 

প্রশ্নঃ  ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ডবলা হয় কেনঅথবা-  বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা ব্যাখ্যা কর।

বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যেমে একে অপরের সেবা প্রদান করে থাকে। বিশ্বগ্রাম ধারণায় একজন ব্যক্তি খুব সহজেই বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত কোন  ব্যক্তির সাথে দ্রুত যোগাযোগ করতে পারে । বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য পাঁচটি উপাদান রয়েছে। যথা- হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা বা ইনফরমেশন ও মানুষের সক্ষমতা। উপাদান গুলো থেকে দেখা যায় হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা বা ইনফরমেশন ও মানুষের সক্ষমতা থাকলেও নেটওয়ার্ক বা ইন্টারনেট না থাকলে যোগাযোগ সম্ভব না। আর দ্রুত যোগাযোগ ব্যবস্থা না থাকলে বিশ্বটা গ্রামের ন্যায় কল্পনা করা যায় না। তাই বলা যায় নেটওয়ার্ক বা ইন্টারনেট  বিশ্বগ্রামের মেরুদণ্ড বা বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা।

. মোবাইল ফোনকে সেলফোন বলা হয় কেন? 

মোবাইল ফোন বা সেলুলার ফোন  তারবিহীন টেলিফোন বিশেষ। মোবাইল অর্থ ভ্রাম্যমান বা স্থানান্তরযোগ্যএই ফোন সহজে যেকোনও স্থানে বহন করা এবং ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে।

. স্মার্ট ফোন কি? 

শুধু কথা বলাই নয়, আধুনিক মোবাইল ফোন দিয়ে আরো অনেক সেবা গ্রহন করা যায়। এর উদাহরণ হচ্ছে খুদে বার্তা -এসএমএস বা টেক্সট মেসেজ সেবা, এমএমএস বা মাল্টিমিডিয়া মেসেজ সেবা, -মেইল সেবা,  ইন্টারনেট সেবা, অবলোহিত আলো বা ইনফ্রা-রেড, ব্লু টুথ সেবা, ক্যামেরা, গেমিং, ব্যবসায়িক বা অর্থনৈতিক ব্যবহারিক সফটওয়্যার ইত্যাদি। যেসব মোবাইল ফোন এইসব সেবা এবং কম্পিউটারের সাধারন কিছু সুবিধা প্রদান করে, তাদেরকে স্মার্ট ফোন নামে ডাকা হয়।

1 টি মন্তব্য:

Thank You so much.

Blogger দ্বারা পরিচালিত.