Header Ads

Header ADS

  আউটসোর্সিং(Outsourcing) কি বা কাকে বলে?

উত্তর: আউটসোর্সিং(Outsourcing) দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি হল “আউট” অপরটি “সোর্সিং”। অর্থাৎ যখন কোন কাজ ৩য় পক্ষের মাধ্যমে করে নেয়া হয়, সাধারণত সেটাকেই আমরা আউটসোর্সিং বলে থাকি।কোনও নির্দিষ্ট কাজ নিজেরা না করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। যেমন: অনেক প্রতিষ্ঠান কিছু কাজ তাদের বেতন ভুক্ত কর্মকর্তা কর্মচারীর পরিবর্তে বাইরে কাউকে দ্বারা কাজটি করে থাকে এটিই আউটসোর্সিং। সংক্ষেপে বলতে গেলে,আউটসোর্সিং হল নিজের কাজ কোন একটা মাধ্যমে অন্যকে দিয়ে করিয়ে নেয়া। আরও সহজ ভাবে বলতে গেলে বলা যায় যে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ করিয়ে নেয়ার নাম হচ্ছে আউটসোর্সিং।

ফ্রিল্যান্সিং কি?

Freelancing শব্দটিকে দুভাগ করলে একটি হল “ফ্রি” অপরটি “ল্যান্সিং”।অর্থাৎ ফ্রিল্যান্সিং অর্থ মুক্ত পেশা। চাকুরী বা অফিস ছাড়া যে পদ্ধতিতে নিজের দক্ষতা ঘরে বসে বা ব্যক্তিগত অফিসে বসে বাইরের কোন প্রতিষ্ঠানের কাজ করে যে আয় করা যায়, এ পথটিকে ফ্রিল্যান্সিং বলা হয়।
ফ্রিল্যান্সিং হলও ইন্টারনেট সেবা কাজে লাগিয়ে বাসায় বসে অন্যের কাজ করে দেওয়া।


আউটসোর্সিং(outsourcing) এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য কি ?

উপরের দুটি সংজ্ঞা হতে সহজে । অনুমেয় যে, আউটসোর্সিং হচ্ছে ৩য় পক্ষ দ্বারা কিছু কাজ করিয়ে নেয়া আর কোন বাধা ছাড়াই নিজের মনের মত যখন খুশি তখন অনলাইনে কাজ করে আয় করা হচ্ছে ফ্রিল্যান্সিং।
মূলত এখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে কোন ব্যক্তি আয় করেন না। ব্যক্তি আয় করেন ফ্রিল্যান্সিং করে। আর প্রতিষ্ঠান যে কাজটি করে সেটি হল আউটসোর্সিং। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান হল আউটসোর্সার আর যিনি মার্কেট-প্লেস থেকে বিড করে কাজটি নিয়ে করে দিলেন তিনি হলেন ফ্রিল্যান্সার।
একটি উদাহরণের মাধ্যমে আমরা উপরের বিষয় গুলো পরিষ্কার হতে পারব। ধরুন,আপনার বড় একটি কোম্পানি আছে এবং অনেকগুলো পণ্য আছে।আপনি চাচ্ছেন সারা দেশে বা বিশ্বের কয়েকটি দেশে আপনার পণ্যের প্রচারণা চালাবেন কিন্তু তার জন্য আপনার প্রয়োজনীয় সংখ্যক বা দক্ষ লোকবল নাই, সেই ক্ষেত্রে আপনি আপনার কোম্পানির বাইরের কিছু লোক নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে হায়ার করলেন এবং কাজটি করে নিলেন।এক্ষেত্রে আপনি বা আপনার প্রতিষ্ঠান হচ্ছে আউটসোর্সার এবং প্রক্রিয়াটা হচ্ছে আউটসোর্সিং আর যিনি বা যারা
পুন:বার বলছি যে, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং দুটি বিপরীত বিষয়, দুটি এক বিষয় না। আউটসোর্সার ( যিনি কাজ দাতা) আর ফ্রিল্যান্সার(যিনি কাজ করেন বা করে দেন)। বাড়ির মালিক ও ভাড়াটিয়া যেমন এক নয়।

কোন মন্তব্য নেই

Thank You so much.

Blogger দ্বারা পরিচালিত.