Header Ads

Header ADS

MS Word Shortcut

 মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের বিভিন্ন শর্টকাট

মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের বিভিন্ন শর্টকাট সমূহ জানা থাকলে আপনার কাজের দক্ষতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন সিম্বল তৈরির শর্টকাট গুলোও আপনার কাজের ক্ষেত্রে অনেকাংশে সহায়তা করবে।


প্রথমে দেখব প্রয়োজনীয় বিভিন্ন লেখার জন্য কিভাবে শর্টকাট ব্যবহার করতে হয় A থেকে Z পর্যন্ত –
Ctrl + A = সব লেখা সিলেক্ট করা।
Ctrl + B = লেখা বোল্ড করা।
Ctrl + C = কোন লেখা কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের জন্য অপশন বক্স পাওয়া।
Ctrl + E = লেখাকে মাঝখানে নেওয়া, সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খুঁজা।
Ctrl + G = কমান্ড ব্যবহার করে সুবিধা পাওয়া।
Ctrl + H = কোন শব্দের পরিবর্তে অন্য শব্দ দেওয়া।
Ctrl + I = লেখাকে ইটালিক করা, মানে লেখাকে বাকা ভাবে প্রদর্শন করা।
Ctrl + J = লেখাকে জাস্টিফাই করা, মানে লেখার লাইনকে সব দিক থেকে সমান করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা, মানে কোন পেইজ বা অন্যকিছু লিংক আকারে রাখা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনডেন্ট করা, মানে লেখাকে সরানোর কাজ মার্জিন থেকে।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট ফাইল খোলা।
Ctrl + O = আগের কোন ডকুমেন্ট ফাইল ওপেন করা।
Ctrl + P = ওয়ার্ডের ডকুমেন্ট প্রিন্ট দেওয়া।
Ctrl + Q = প্যারাগ্রাফে লাইন স্পেস তৈরি করা।
Ctrl + R = লেখাকে বাম দিকে সরানো, রাইট এলাইনমেন্ট করা।
Ctrl + S = ডকুমেন্ট ফাইল সেভ করা।
Ctrl + T = লেফট ইনডেন্ট, লেখাকে মার্জিন থেকে সরানো।
Ctrl + U = লেখার নিচে আন্ডারলাইন দেওয়া।
Ctrl + V = লেখাকে পেষ্ট করা।
Ctrl + W = ডকুমেন্ট ফাইল বন্ধ করা।
Ctrl + X = কোন লেখাকে কাট করে নিয়ে যাওয়া।
Ctrl + Y = রিপিট করে পূর্বের স্থানে ফিরে যাওয়া।
Ctrl + Z = আন্ড করা, কোন লেখা মুছে গেলে সাথে সাথে ফিরে পাওয়া।
এবার দেখব প্রয়োজনীয় বিভিন্ন সিম্বলের জন্য কিভাবে শর্টকাট ব্যবহার করতে হয়-
Alt + 0215 = × (গুণ চিহ্ন)
Alt + 0247 = ÷ (ভাগ চিহ্ন)
Alt + 0169 = © (কপিরাইট চিহ্ন)
Alt + 171 = ½ (হাফ চিহ্ন)
Alt + 172 = ¼ (চার ভাগের এক ভাগ)
Alt + 0190 = ¾ (চার ভাগের তিন ভাগ)
Alt + 0171 = « (লেফট ডাবল পয়েন্টিং)
Alt + 0187 = » (রাইট ডাবল পয়েন্টিং)
Alt + 25 = ↓ (নিচের দিকের এরো)
Alt + 26 = → (রাইট দিকের এরো)
Alt + 27 = ← (লেফট দিকের এরো)
Alt + 29 = ↔ (দুই পাশের এরো)
Alt + 0174 = ® (রেজিষ্টার্ট চিহ্ন)
Alt + 0146 = ’ (উপর রাইট দিকের একটি কমার চিহ্ন)
Alt + 0145 = ‘ (উপর লেফট দিকের একটি কমার চিহ্ন)
Alt + 0148 = ” (উপর রাইট দিকের দুটি কমার চিহ্ন)
Alt + 0147 = “(উপর লেফট দিকের দুটি কমার চিহ্ন)
Alt + 0139 = ‹ (লেফট পয়েন্টিং)
Alt + 0155 = › (রাইট পয়েন্টিং)
Alt + 0133 = … (থ্রি ডট বা হরিজনটাল ইলিপসিস)
Alt + 146 = Æ (লাতিন লেটার)

কোন মন্তব্য নেই

Thank You so much.

Blogger দ্বারা পরিচালিত.